ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের এক সমাবেশে সতর্ক করে দেন, গাজায় ১৩ মাসের যুদ্ধে নিহত প্রায় ৪৪০০০ মানুষের একটি উল্লেখযোগ্য অংশ শিশু। লেবাননেও শিশু হত্যা অব্যাহত রেখেছে ইসরাইল। একারণে গাজার মতো লেবাননেও শিশুহত্যার বিষয়টি অনেকটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে বলা যায। পার্সটুডে অনুসারে, জেমস এল্ডার লেবাননে দুই মাসেরও কম সময়ে ২০০ টিরও বেশি শিশুর নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেছেন: এতোবড় ঘটনার বিষয়টি, "স্বাভাবিকিকরণ" নামে একটি উদ্বেগজনক দৃষ্টান্ত তৈরি করা হয়েছে।
গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছর ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে এবং অনেকে আজীবন শারীরিক ও মানসিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। #
342/