‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ নভেম্বর ২০২৪

৪:৪৪:৩৮ PM
1507674

ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার; বাড়ছে মধ্য-এশিয়ার সঙ্গে বাণিজ্য

পার্সটুডে-চলতি ফার্সি বছর ১৪০৩ সালের মাঝামাঝি সময়ে বেড়েছে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি; তেহরানে খনিজ বিষয়ে দুই প্রদর্শনীতে ১৫১টি বিদেশী কোম্পানির অংশগ্রহণ এবং ইরান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্য বেড়েছে দশ গুণ –এসব হল সাম্প্রতিক সময়ে ইরানের অর্থনৈতিক বিষয়ের কয়েকটি নির্বাচিত খবর।

পার্সটুডে জানিয়েছে, ইরানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে চলতি ফার্সি অর্থ বছরের (যা শুরু হয়েছে ২০২৪ সালের মার্চ মাসের ২০ তারিখ থেকে) প্রথম ছয় মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ইতিবাচক। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী চলতি বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তিন দশমিক ৫ শতাংশ থেকে চার শতাংশ।

ইরানের তেহরানে শুরু হচ্ছে খনি ও খনিজ শিল্প বিষয়ক ১৮ তম প্রদর্শনী। এ প্রদর্শনীতে সড়ক নির্মাণ বিষয়ক ইরানি যন্ত্রপাতিও প্রদর্শন করা হবে। এর পাশাপাশি ১৫১টি বিদেশী কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠানের কথা রয়েছে ২১তম মেটাফো ও মেটালজি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী। ২৩ নভেম্বর থেকে তিন দিন পর্যন্ত তেহরানের স্থায়ী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে এ প্রদর্শনী। এ প্রদর্শনীতে থাকবে ইস্পাত ও খনিজ শিল্প, লোহা ও গাড়ি শিল্প সংক্রান্ত যন্ত্রপাতি, বডি নির্মাণ ও ঢালাই বিষয়ক যন্ত্রপাতি।

ইরান ও কাজাখস্তানের মধ্যে বাড়বে বাণিজ্য

ইরান ও কাজাখস্তানের মধ্যে ট্রানজিট বা পরিবহন খাতে বাণিজ্য সহযোগিতা ক্রমেই বাড়ানোর চিন্তাভাবনা চলছে। এ ক্ষেত্রে নানা বন্দর ব্যবহার ও কাজাখস্তানের সঙ্গে রেল-যোগাযোগের জন্য রেল লাইন নির্মাণের ওপরও জোর দেয়া হয়েছে। কাজাখস্তানের সংসদ শিগগিরই ইউরো-এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করতে যাচ্ছে। আর এর ফলে ইরান ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য, বিশেষ করে ব্যক্তি-মালিকানা খাতের ও কৃষি পণ্য খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

তাজিকিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্য বেড়েছে দশ গুণ

তেহরানে নিযুক্ত তাজিকিস্তানের রাষ্ট্রদূত নিজামউদ্দিন জাহেদি বলেছেন, ফার্সি ১৩৯৯ সাল থেকে চলতি সাল পর্যন্ত ইরান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্য বেড়েছে ১০ গুণ। এ দুই দেশের মধ্যে বাণিজ্য ১০০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে। এ দুই দেশের ভাষা ও সাংস্কৃতিক অভিন্নতার অনেক দিক থাকায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো সম্ভব বলে তেহরান চেম্বার অব কমার্সের প্রধান সামাদ হাসানজাদেহ অভিমত ব্যক্ত করেছেন।#

342/