‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
সোমবার

২ ডিসেম্বর ২০২৪

৬:৪৭:১৯ PM
1510438

গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে ইহুদিবাদী বিমান হামলা: কার্যক্রম স্থগিত

ইকনা- অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি গাড়িতে বোমাবর্ষণ করার পর গাজায় নিজের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

গতকাল (শনিবার) দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গাড়িটি লক্ষ্য করে ইসরাইলি সেনাদের বিমান হামলায় গাড়িটির পাঁচ আরোহীর সবাই নিহত হন যাদের মধ্যে তিনজনই ছিলেন সেন্ট্রাল কিচেনের কর্মী। শনিবারই ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই মুহূর্তে গাজায় তাদের তৎপরতা স্থগিত রাখছে।

গাজার সিভিল ডিফেন্স বিভাগের প্রধান মাহমুদ বাসেল বলেছেন, “খান ইউনিসে দাতব্য প্রতিষ্ঠানটির একটি গাড়িতে করে যখন এর কর্মীরা ত্রাণ তৎপরতা চালাচ্ছিলেন তখন এটির ওপর বোমাবর্ষণ করে মানবতার শত্রু  ইসরাইল। গাড়িটিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগো লাগানো ছিল এবং তা আকাশ থেকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, সেন্ট্রাল কিচেনের নিহত তিন ফিলিস্তিনি কর্মীর মধ্যে একজন গত বছরের ৭ অক্টোবরের হামলার ঘটনায় জড়িত ছিল। দাতব্য প্রতিষ্ঠানটি অবশ্য বলেছে, তাদের কোনো কর্মী ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিল কিনা তা তাদের জানা নেই।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন কঠোর ইসরাইলি অবরোধে আক্রান্ত গাজা উপত্যকার অভুক্ত মানুষদের রান্না করা খাবার পরিবেশন করে আসছিল। এটির গাড়িতে হামলা চালিয়ে যুদ্ধাপরাধী ইসরাইলি সেনারা মূলত গাজাবাসীকে আরো বেশি অভুক্ত রেখে হত্যা করার দুষ্ট মানসিকতা প্রকাশ করল। পার্সটুডে

342/