রোববার (৮ ডিসেম্বর) সকালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ত্যাগ করার পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে এবং এসব গোষ্ঠী রাজধানীর নিয়ন্ত্রণ গ্রহণ করে।
শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে সিরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন সংঘটিত হয়। পার্সটুডের এই প্যাকেজে আমরা দেশটির সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা তুলে ধরছি:
লেবাননের আল-মায়াদিন টেলিভিশনের সাংবাদিক খালিদ ইস্কিফ নিজের এক্স পেজে বেশ কিছু ছবি আপলোড করে জানিয়েছেন, সিরিয়ার লাটাকিয়া শহরের নগর ভবন, গভর্নরের দপ্তর, আদালত ও থানায় সশস্ত্র হামলা হয়েছে এবং এসব ভবন লুটপাটের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এমনকি লাটাকিয়া সমুদ্র বন্দরে আমদানি করা পণ্য পর্যন্ত লুট হয়েছে। কিশোর ও তরুণদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে, যে যেভাবে পারছে এসব অস্ত্রের অপব্যবহার করছে এবং রোববার সকাল থেকে গুলির শব্দ থামছে না। দয়া করে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা এগিয়ে আসুন, কারণ, বিশৃঙ্খলা ও গোলযোগের অবসান হওয়া দরকার।
গণমাধ্যম সূত্রগুলো খবর দিয়েছে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দামেস্কের কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় যেখানে সিরিয়ার গোয়েন্দা ও আয়কর সদরদপ্তর অবস্থিত, সেখানে বোমাবর্ষণ করেছে। ওই হামলার ফলে গোটা এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। ইসরাইলি টেলিভিশন ঘোষণা করেছে, ইহুদিবাদী বাহিনী দামেস্কে অবস্থিত সিরিয়ার প্রধান বিজ্ঞান গবেষণাগারে বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলি গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইহুদিবাদী বাহিনী আগামী কয়েক দিন ধরে সিরিয়ায় একটানা হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সন্ত্রাসীদের হাতে সিরিয়ার শাসনব্যবস্থার পতনের ঘটনাকে তেল আবিবের জন্য মহা সুযোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরাইলের যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল তা অকার্যকর হয়ে পড়েছে!
রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নাতনী ও ইমাম হোসেইন (আ.) এর বোন হযরত জয়নাব সালামুল্লালি আলাইহার মাজারে হামলা হয়েছে এবং এই মাজারের অবমাননা করা হয়েছে।
সিরিয়ার আল-ওয়াতান পত্রিকা জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজধানী দামেস্কে প্রবেশ করেই সামরিক শাসন জারি করেছে এবং রোববার (স্থানীয় সময়) বিকেল ৪টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করেছে।
সিরিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার জনগণের ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তেহরান সব সময় সম্মান জানিয়ে এসেছে। ইরান মনে করে, সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র দেশটির জনগণের রয়েছে। এ কাজে কোনো বিদেশি শক্তির ধ্বংসাত্মক হস্তক্ষেপ কিংবা চাপিয়ে দেয়া কোনো কিছু মেনে নেয়া সিরিয়ার জনগণের উচিত হবে না।
আল-আলম টিভি চ্যানেল: ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অধিকৃত গোলান মালভূমিকে ‘সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে।
আইআরআইবি বার্তা সংস্থা: সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মাদ গাজি আল-জালালি দেশটিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
সিরিয়ায় কর্মরত আইআরআইবির সংবাদদাতা: সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী গোষ্ঠী দাবি করেছে, দামেস্কের ইরান দূতাবাসে হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ওয়াফা): ইরাকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের মুখপাত্র ইয়াহিয়া রাসূল বলেছেন, ইরাক-সিরিয়া সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি হাশদ আশ-শাবি ও সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।
আল-আলম টিভি চ্যানেল: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, বিদেশে অবস্থিত দেশটির দূতাবাসগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবে।
সিরিয়ার রাজধানী দামেস্ক জয়ের নায়ক দাবি করা সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডার আনাস আস-সালখাদ্দি সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দেশত্যাগকারী নাগরিকদের সিরিয়ায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দামেস্ক জয়ের পর এখন আর সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র থাকবে না।
বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে: সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করেছে।
ইরাকের সরকারি বার্তা সংস্থা ওয়াফা ঘোষণা করেছে যে, ইরাক সরকার দামেস্কস্থ নিজের দূতাবাস খালি করে দিয়েছে এবং দূতাবাস কর্মীদের লেবাননে সরিয়ে নেয়া হচ্ছে।
আল-আরাবি টিভি চ্যানেল ভিডিও ক্লিপ প্রদর্শন করে জানিয়েছে, দামেস্কে ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়েছে।
মার্কিন ম্যাগাজিন নিউ লাইন্স স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে দাবি করেছে, তাহরির আশ-শাম গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে কিছু ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সিরিয়া টুডে ওয়েবসাইট ঘোষণা করেছে: বাশার আসাদ সরকারের পতনের জের ধরে সিরিয়ান মুদ্রা লিরের অস্বাভাবিক দরপতন হয়েছে। একদিনে মুদ্রাটির মান ৪২ শতাংশ কমে গিয়েছে এবং প্রতি মার্কিন ডলারের দাম ২২ হাজার লিরে পৌঁছেছে। আলেপ্পোয় এই দরপতন ছিল আরো ভয়াবহ। সেখানে ডলারের বিপরীতে লিরের দাম ৬৪ শতাংশ কমে গেছে এবং প্রতি ডলারের দাম ৩৬ হাজার লিরে পৌঁছেছে।
ইহুদিবাদী ইসরাইলের বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ইসরাইলি মন্ত্রিসভার সদস্যদেরকে সিরিয়া পরিস্থিতি নিয়ে মুখ না খোলার নির্দেশ দেয়া হয়েছে।
আল-আলম টিভি চ্যানেল: নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন: সিরিয়ায় আমেরিকার কোনো কিছু করার প্রয়োজন নেই। সিরিয়ার চলমান সংঘাতের সঙ্গে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই।
লেবাননের আল-মায়াদিন টিভি এক রিপোর্টে জানিয়েছে: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ‘আনোয়ার গারগাশ’ সিরিয়া পরিস্থিতির ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেছেন: বেসরকারি পক্ষগুলোকে রাজনৈতিক শূন্যতার অপব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয় এবং প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানগুলো সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা উচিত হবে না।
ইসরাইলের টিভি চ্যানেল-১১ জানিয়েছে যে তাহরির আশ-শাম গোষ্ঠীর এক সদস্যের সঙ্গে সাক্ষাত্কারে তারা ইসরাইলের প্রতি এই গোষ্ঠীর ধারনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। প্রকাশিত ভিডিওতে, তাহরির আশ-শাম গোষ্ঠীর এই সদস্য ইসরাইলকে উদ্দেশ করে বলেছেন, “ইসরাইলের প্রিয় প্রতিবেশী ও বন্ধুরা! তাদের ব্যাপারে আমাদের কোনো চরমপন্থা নীতি থাকবে না। আমরা আমাদের এই পছন্দ বা আগ্রহকে ইসরাইলের সাথে শেয়ার করবো। আমরা ইসরাইলকে বলব তারা যেন সিরিয়ায় আসে এবং এদেশে পুঁজি বিনিয়োগ করে।”
ইসরাইলের ওয়াল্লা নিউজ সাইট লিখেছে যে, সিরিয়ার তাহরির আশ-শাম গোষ্ঠীসহ বহু গোষ্ঠীর সাথে তেল আবিবের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ রয়েছে।
সিরিয়ার আশ-শাম গোষ্ঠী এক টেলিভিশন বিবৃতিতে সে দেশের সমস্ত বন্দিকে মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছে।
ইসরাইলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার উপকণ্ঠে বোমাবর্ষণ করেছে।
ইহুদিবাদী ইসরাইলের সংবাদ সূত্র জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী গোলান মালভূমিতে সংরক্ষিত অস্ত্রের গুদাম আক্রমণ করেছে।
ইসরাইলি রেডিও দাবি করেছে যে, ইসরাইলি বাহিনী সিরিয়ার সাথে সীমান্ত লাইন এবং যুদ্ধবিরতি লাইন বরাবর একটি গভীর পরিখা খনন করছে।
ইহুদিবাদী মিডিয়া গোলান মালভূমির কুনেইত্রায় ইসরাইলি সেনাবাহিনীর ট্যাঙ্কের আগমনের কথা জানিয়েছে।
ইসরাইলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে, সেনাবাহিনী সীমান্তের কাছে সিরিয়ার কুনেইত্রার বাফার জোনে তাদের সামরিক অভিযান শুরু করেছে।
আন-নাশরাহ ওয়েবসাইট একটি প্রতিবেদনে ঘোষণা করেছে যে, সিরিয়ার আশ-শাম গোষ্ঠী হোমসের সামরিক কারাগার থেকে ৩৫০০ এরও বেশি বন্দিকে পালানোর সুযোগ করে দিয়েছে।
সশস্ত্র গোষ্ঠীগুলো দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে।
তাহরির আশ-শাম গোষ্ঠীর একজন কমান্ডার ঘোষণা করেছেন যে সিরিয়ার সরকারী প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত তা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।
বিরোধীরা আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়ার পর, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, দেশের ভবিষ্যৎ ও সিদ্ধান্তগ্রহণ নিয়ে চিন্তিত সিরিয়ার প্রতিটি নাগরিকের কাছে আমাদের মন্ত্রীপরিষদের হাত বাড়িয়ে দিয়েছি। আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি কেউ যেন জনসাধারণ ও সরকারী সম্পত্তির কোনো ক্ষতি না করে। তিনি আরো বলেছেন, সিরিয়ার জনগণ যাকেই বেছে নেবে তাকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত।
ইরান, কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, তুরস্ক এবং রাশিয়া এক যৌথ বিবৃতিতে বলেছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এই সংকটের রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে।
সিরিয়ার বিরোধীরা বলছে যে তারা এই দেশের রাজধানী দামেস্ক দখল করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে চলে গেছেন। কয়েক ঘণ্টা আগে বিদ্রোহীরা ঝটিকা হামলায় হোমস শহর দখল করার পর এই ঘোষণা দেয়।#