‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৪ ডিসেম্বর ২০২৪

৮:২৩:৩৩ PM
1516538

জেনারেল সালামি: আমরা প্রতিরোধ ফ্রন্টকে যতটা সম্ভব সমর্থন দিয়ে যাব

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে বিদ্যমান প্রতিরোধ ফ্রন্টকে ইরানের ওপর নির্ভর করতে হয় না বরং এটি নিজস্ব শক্তিতে শক্তিমান।

আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সোমবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে মোতায়েন যুদ্ধজাহাজ শহীদ রুদাকিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি জানান, প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন থাকলেও তারা নিজেদের সমরাস্ত্র নিজেরাই তৈরি করে। জেনারেল সালামি বলেন, “ইরান তার কোনো শক্তি হারায়নি।”

এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে যে মন্তব্য করেছিলেন আইআরজিসির কমান্ডার প্রকারান্তরে সে বক্তব্যের পুনরাবৃত্তি করলেন।

তিনি বলেন, “লেবানন ও ইয়েমেনে যারা ইসরাইলবিরোধী যুদ্ধ করছে তাদের এবং আমাদের আদর্শ এক, আমরা একই বিশ্বাস ও প্রত্যয়ের অংশীদার। আমাদের শত্রু ও অভিন্ন। কিন্তু তারপরও যে যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসে লড়াই করছে।”

জেনারেল সালামি আরো বলেন, “প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছে। এদের কেউ অপরের ওপর নির্ভরশীল নয়। তাদের প্রতি আমাদের শুধু রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।”

এর আগে রোববার আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ দাবির সত্যতা প্রত্যাখ্যান করেন যে, ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে নিজের প্রক্সি ফোর্সগুলোকে হারিয়েছে। তিনি বলেন, ইরানের পক্ষ হয়ে কেউ কোথাও লড়াই করছে না; কাজেই ইরান কাউকে হারায়নি। তিনি প্রত্যয় জানিয়ে বলেন, ইরান যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে সে এ কাজে একাই যথেষ্ট, তার কারো সাহায্যের প্রয়োজন হবে না।#