আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তুরস্ক বংশোদ্ভূত জার্মান জাতীয় ফুটবল দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল টিমের এ তারকা বলেছেন, প্রতিটি খেলার পূর্বে আমি পবিত্র কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করতাম এবং কয়েক রাকাত নামায আদায় করতাম আর ফুটবল লাইফে আমার সফলতার মূল কারণ হচ্ছে এটাই।
তিনি বলেন : আমি প্রতিটি খেলার পূর্বে নামায আদায় করি এবং আমার সতির্থ খেলোয়াড়রা এটা জানেন যে, নামায আদায়ের সময় তারা আমার সাথে কথা বলতে পারবেন না।
জার্মান জাতীয় ফুটবল টিম ও ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল টিমের ২৪ বছর বয়স্ক এ তারকা ফুটবল অঙ্গনে মাত্র ৭ বছর তত্পরতার পর একজন সনামধন্য তারকা ফুটবলিস্টে রূপান্তরিত হয়েছেন।
উল্লেখ্য, তিনি ২০১০ সালের বিশ্বকাপে একজন সুপার স্টার হিসেবে খ্যাতি লাভ করেন, কিন্তু সামান্য ব্যবধানে গোল্ডেন বল নিজের থলেতে ভরতে ব্যর্থ হন।