আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আর্সেনাল ফুটবল ক্লাবের তারকা ফুটবলিস্ট মেসুত ওজিল মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি তার ফেইসবুক ওয়ালে লিখেছেন : ‘আপনাদের উপর সালাম হোক’, মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গতছরের গ্রীস্মকালীন দলবদলের সময় তিনি স্পেনের বিখ্যাত রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে আর্সেনালে যোগ দেন। তিনি সাধাণরত খেলার পূর্বে দোয়ার উদ্দেশ্যে হাত উপরে তোলেন; ব্রিটিশ পত্র-পত্রিকা যে কথা বহুবার উল্লেখ করেছে।
উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত মেসুত ওজিল জার্মানী’র জাতীয় ফুটবল দলেরও একজন তারকা খেলোয়াড়।