‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১ নভেম্বর ২০১৬

১২:৫৫:৫৪ AM
789054

ফরাসী কর্তৃক মহানবি (স.) কে অবমাননা

ইসলাম ধর্ম ও মহানবি হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে আটক করে জেলে পাঠানো হয়েছে সেনেগালে কর্মরত এক ফরাসীকে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ফরাসী বিভিন্ন দৈনিক কর্তৃক বারবার মহানবি (স.) ও ইসলাম ধর্মকে অবমাননার পর এবার সেনেগালে বসবাসরত এক ফরাসী শ্রমিক মহানবি (স.), ইসলাম ধর্ম ও মুসলমানদের প্রতি অবমাননা করেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে তাকে আটক করে জেলে পাঠানো হয়েছে।

নিয়োগকর্তার সাথে বাক-বিতণ্ডের পর একটি ক্ষুদেবার্তা পাঠায় ঐ ব্যক্তি। তাতে মহানবি (স.), ইসলাম ধর্ম এবং মুসলমানদের বিরুদ্ধে অবমাননাকর বাক্য লিখলে নিয়োগকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।

ঘৃণিত এ পদক্ষেপের পর নিয়োগকর্তার অভিযোগের ভিত্তিতে আদালত প্রাথমিকভাবে ঐ ফরাসীকে দোষী সাব্যস্ত করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

সেনেগালের আইন বিভাগ এ সংবাদ সত্যায়িত করে তাকে রাজধানী ‘ডাকারে’র সেন্ট্রাল জেলে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।

কিছু কিছু গণমাধ্যমের ভাষ্যমতে, এছাড়াও তার বিরুদ্ধে পঙ্গু এক সহকর্মীর অর্থ চুরির অভিযোগও আনা হয়েছে।

এদিকে, সেনেগালে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত ফরাসী ঐ নাগরিককে আটকের সত্যতা নিশ্চিত করে দাবী করেছেন: নিয়োগকর্তার সাথে বাক-বিতণ্ডের পর ফরাসী নাগরিকের অবমাননাকর বাক্য ব্যাখ্যাযোগ্য।

প্রসঙ্গত, ২০১৫ সালে ফরাসী পত্রিকা ‘শার্লি এবদো’ ও ‘লিবারেশন ডেইলি’ পত্রিকায় মহানবি হযরত মুহাম্মাদ (স.) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের পর এ দু’টি পত্রিকা বিতরণ ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেনেগাল।#