‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৫ নভেম্বর ২০১৬

১:০৪:৩৭ AM
789853

আবুজাতে শেইখ যাকযাকি’র সমর্থকদের সমাবেশে পুলিশি হামলা

শেইখ যাকযাকি’র মুক্তির দাবীতে জাতীয় সচিবালয়ের সামনে বিক্ষোভরত শত শত শিয়া মুসলিমকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে নাইজেরিয়া পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকি’র মুক্তির দাবীতে সমবেত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে নাইজেরিয়া পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (শুক্রবার, ৪ নভেম্বর) শেইখ ইব্রাহিম যাকযাকি’র মুক্তির দাবীতে সমবেত হয় তার শত শত সমর্থক। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। নাইজেরিয়ার জাতীয় সচিবালয়ের সামনে সমবেত হয়ে শেইখ যাকযাকি’র মুক্তির দাবী জানায় তারা। শেইখ যাকযাকিকে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর গুরুতর আহত অবস্থায় আটক করা হয়েছিল।

বিক্ষোভ সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ ঐ স্থানে উপস্থিত হয়ে সমাবেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত শিয়া মুসলমানদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

গত ২০১৫ সালের ১৩ই ডিসেম্বর নাইজেরিয়ার জারিয়া শহরের ‘বাকিয়াতুল্লাহ’ ইমামবাড়িতে বর্বর হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এতে বহুসংখ্য শিয়া মুসলিম শহীদ হয়। গুরুতর আহত অবস্থায় শেইখ ইব্রাহিম যাকযাকিকে সস্ত্রীক এবং তার বহু সমর্থককে গণহারে আটক করে নিয়ে যায় নাইজেরিয়া সেনাবাহিনী।

এদিকে, মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর বিবৃতিতে শেইখ ইব্রাহিম যাকযাকি’র শারীরীক অবস্থার অবনতি এবং এদেশের সেনাবাহিনী কর্তৃক শিয়াদের বিরুদ্ধে মানবতাবিরোধী ও সহিংস আচরণের বিষয়টি বারবার ফুটে উঠেছে।#