‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১০ জানুয়ারী ২০১৭

৯:২০:১৭ AM
804017

আয়াতুল্লাহ রাফসানজানির জানাযা (সচিত্র)

ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ রাফসানজানির জানাযা আজ (১০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ স্থানীয় সময় সকাল ১০টায় তেহরান বিশ্ববিদ্যালয ক্যাম্পাসে আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র ইমামতিতে অনুষ্ঠিত জানাযায় অংশগ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, গার্ডিয়ান কাউন্সিলের প্রধান, মজলিশে শুরার স্পিকার, নীতি নির্ধারণী পরিষদের সদস্যবৃন্দ, এ্যসেম্বলি অব এক্সপার্টের সদস্যবৃন্দ, মজলিশে শুরার সদস্যবৃন্দ, শৃংখলারক্ষী বাহিনী ও সামরিক বাহিনীর কমান্ডারগণ, মন্ত্রীগণ এবং ভাইস প্রেসিডেন্টগণ।#

তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী

ইরানের স্বাস্থ্যমন্ত্রী

ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান আম্মার হাকিম

ইরানের এটর্নি জেনারেল

আরেফ

আলী মুতাহাহারী

আয়াতুল্লাহ মুওয়াহহেদি কেরমানির ক্রন্দন

জানাযার নামায

জানাযার নামায

জানাযার নামায

মা'সুমে এবতেকার

সাঈদ জালিলি

আয়াতুল্লাহ হাশেমিকে বহনকারী গাড়ী

জেনারেল কাসেম সুলাইমানি

গুলাম আলী হাদ্দাদ আদেল

বাকের কালিবাফ

ইসহাক জাহাঙ্গিরি