‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২১ জানুয়ারী ২০১৭

৩:৫৬:১৭ PM
806368

পারাচিনারে বোমা হামলা ৭০ জন হতাহত (ছবি)

পাকিস্তানের পারাচিনার শহরে একটি কাঁচাবাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন হতাহত হয়েছেন বলে জানা গেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের পারাচিনার শহরে একটি কাঁচাবাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

আজ (শনিবার, ২১ জানুয়ারি) সকালে কুররাম এজেন্সির পারাচিনার শহরের একটি কাঁচাবাজারে শক্তিশালী এ বিস্ফোরণ ঘটানো হয়।

পারাচিনার এলাকার সাংসদ সাজেদ তুরি সাংবাদিকদের জানান: বিস্ফোরণে ২০ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তিনি বলেন: আহতদের ১০ জনের অবস্থা আশংকাজনক।

বিস্ফোরণের পরপরই হাসপাতালকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে দ্রুত পারাচিনার শহরের সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তরিত করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেশালিস্ট চিকিৎসক এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় আহতদের কয়েকজনকে পার্শ্ববর্তী কুহাত ও পেশোয়ার শহরের হাসপাতালে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।

পারাচিনার পুলিশ জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে নাকি হামলাটি ছিল আত্মঘাতী –এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছে, হামলাটি ছিল আত্মঘাতী। ঐ সন্ত্রাসী জনগণের মাঝে নিজেকে বিস্ফোরিত করে এ হামলা চালিয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খান পৃথক পৃথক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসা দানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে বহুবার তালেবান জঙ্গীরা এ অঞ্চলে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে এ নিয়ে পারাচিনারের কাঁচাবাজারে তৃতীয়বারের মত সন্ত্রাসী হামলা চালানো হল।#