‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৪ মার্চ ২০১৭

১:১০:০৫ AM
817608

আয়াতুল্লাহ ঈসা কাসেমের রায় ঘোষণা আজ (ছবি)

বাহরাইনের নিরাপত্তা বাহিনীর গাড়ীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে ইয়থ কোয়ালিশন অব ১৪ ফেব্রুয়ারির সদস্যরা। / বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের জনগণের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বিরুদ্ধে বাহরাইনি আদালতের চূড়ান্ত রায় ঘোষণার দিন আজ (১৪ মার্চ, ২০১৭)।

বাহরাইনের জনপ্রিয় এ আলেম ও নেতার বিরুদ্ধে গৃহীত সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যে অবস্থান নিয়েছে দেশটির জনগণ।

আজ চূড়ান্ত রায় ঘোষণার দিন হলেও বেশ কয়েকদিন আগ থেকেই সারা বাহরাইন গরম হয়ে উঠেছে। সরকার বিরোধী ক্ষোভে ফুঁসছে বিপ্লবী জনতা।

বাহরাইন থেকে আবনা প্রতিবেদকের পাঠানো বিভিন্ন মুহুর্তের রিপোর্টের আপডেট আমরা এখানে তুলে ধরছি।

ভোর আনুমানিক ৩:৫০ মিনিট: বাহরাইনের ইয়থ কোয়ালিশন অব ১৪ ফেব্রুয়ারি কর্তৃক ‘বু কুওয়াহ’ এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ।

রাত ৩:২০ মিনিট : ‘সারা’ এলাকার বিপ্লবী জনতা বাহরাইনের স্বেচ্ছাচারী সরকারের এ পদক্ষেপের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।

রাত ৩:১০ মিনিট : বাহরাইনের বিভিন্ন এলাকায় আলে খলিফা সরকারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

রাত ৩:০০ : দিরাজ অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল।

২:৫৬ মিনিট : দিরাজ অঞ্চলে আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বাড়ির সামনে অনশনরতদের সাথে যোগ দিয়েছেন নারীরাও।

২:৪৮ মিনিট : আজ ৯:৩০ মিনিট থেকে সিভিল ডিসওবিডিয়েন্স বা আইন অমান্য করার ঘোষণা দিয়েছে ‘আল-মায়ামির’ অঞ্চলের জনগণ।

২:৩৭ মিনিট: পুলিশের গাড়ীর সামনে আত্মরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বিপ্লবী যুবকরা।

রাত ২:০০ টা : কারবাবাদ এলাকা থেকে একটি পরিবার আটক। আটককৃত ঐ বাহরাইনি পরিবারের সদস্যদের নাম; ‘আলহাজ্ব আব্দুল্লাহ রাজি আব্দুল আব্বাস’, ‘নাজম আব্দুল্লাহ রাজি আব্দুল আব্বাস’, ‘হুসাইন আব্দুল্লাহ রাজি আব্দুল আব্বাস’, ‘ইব্রাহিম আলী আব্দুল আব্বাস’ ও ‘আহমাদ কাফফাহ আল-খুলু’।

রাত ১:৪০ মিনিট : আল-বিলাদুল কাদিম এলাকায় বাহরাইনের নিরাপত্তা বাহিনীর গাড়ীকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়েছে যুবকরা।

এদিকে রাত ১:১৮ মিনিটে বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার কথা জানিয়েছে আল-লুলু চ্যানেল। এ জরুরি অবস্থা ঘোষণার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়ত্বাধীন সকল জনবলের ছুটি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাতিল ঘোষণা করা হল। এছাড়া প্রত্যহের ডিউটির সময় বাড়িয়ে ১২ ঘন্টা ঘোষণা করা হয়েছে।#

 

আপডেট হবে…