‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৩ মার্চ ২০১৭

৪:১২:৫৯ PM
819558

হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা যশোরে অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে এবং ইনকিলাব-এ-মাহ্দী মিশনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাটি গত ২০ মার্চ (সোমবার) যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ২০শে জমাদিউস সানী খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং ১৯০১ সালের এদিনে ইরানে ইসলামী বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনী (রহ.) এর জন্মবাষির্কী কেন্দ্রীক বিভিন্ন বিষয়াদির উপর আলোকপাত করে বক্তাগণ তাদের বক্তব্য পেশ করেন।

ইনকিলাব-এ-মাহ্দী মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মল্লিক আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আঞ্জুমানে রূহানীয়্যাতের সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ হাবীব রেজা হুসাইনী, ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, ইনকিলাব-এ-মাহ্দী মিশনের পরিচালক জনাব সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সাহিদুল ইসলাম বাবু।

বিশ্ব ইসলামী নারী দিবস হিসেবে ২০শে জামাদিউস সানীকে স্বাগত জানিয়ে ইনকিলাব-এ-মাহ্দী মিশনের সদস্যগণ এবং যশোর সদর ও এর আশেপাশের এলাকা থেকে আগত নারীদের সমন্বয়ে একটি র‌্যালি বের করা হয়।

প্রসঙ্গত, অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শিশুরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবংইসলামি গজল ও কবিতা পরিবেশন করে।