‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Mzamin
শনিবার

৮ এপ্রিল ২০১৭

১:৩৩:৩৮ PM
822650

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ উদ্ধার ২৩০

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ২৩০ জন আফ্রিকান ও এশিয়ান অভিবাসীকে উদ্ধার করেছে সেপনের দাতব্য সংস্থা প্রো-একটিভ ওপেন আর্মস।

আবনা ডেস্ক: ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ২৩০ জন আফ্রিকান ও এশিয়ান অভিবাসীকে উদ্ধার করেছে সেপনের দাতব্য সংস্থা প্রো-একটিভ ওপেন আর্মস। অভিবাসীরা নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিল। সংস্থাটির এক মুখপাত্র লরা লানুজা জানিয়েছেন, সংস্থাটি বৃহসপতিবার লিবিয়ার উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে অভিবাসীপূর্ণ দু’টি নৌকার খোঁজ পায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। খবরে বলা হয়, দু’টি বাণিজ্যিক জাহাজ উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফ্রিকান দেশ ইরিত্রিয়া থেকে দু’টি নৌকা ভর্তি অভিবাসীদের উদ্ধার করেছে। তারা খুব সম্ভবত ইউরোপে যাওার চেষ্টায় ছিল। উদ্ধারের পর তাদেরকে প্রো-একটিভ ওপেন আর্মসের কাছে হস্তান্তর করে দেয়া হয়। প্রো-একটিভ শনিবার তাদেরকে ইতালি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। শুক্রবার এক বিবৃতিতে লানুজা বলেন, উদ্ধারকৃত অভিবাসীদের মাঝে কয়েকজন অপ্রাপ্তবয়স্কসহ ১০ জন নারী রয়েছে। নারীদের মধ্যে একজন গর্ভপাতের ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ক্যামেরুন, পাকিস্তান ও টোগোর নাগরিকরাও আছেন। তাদের কারও কারও পোড়া ও অন্যান্য জখমের জন্য সেবার প্রয়োজন হয়েছে।