আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ৭ম ইমাম হযরত মুসা কাযিম (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক মজলিশ গত শনিবার (২২শে এপ্রিল) যশোরে অনুষ্ঠিত হয়েছে।
যশোর আর. এন. রোডে অবস্থিত ক্বাসরে আলী আসগার ইমাম বাড়ীতে স্থানীয় সময় রাত ৮ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ মজলিশ শুরু হয়। এতে কুরআন তেলাওয়াত করেন মুন্তাজির মাহদী হাসনাইন।
এছাড়া এতে বক্তব্য রাথেন ইনকিলাব-এ-মাহদী মিশনের পরিচালক জনাব সিরাজুল ইসলাম এবং দানবীর হাজী মুহাম্মাদ মহসীন ইমামবাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন।
প্রসঙ্গত, এ শোক অনুষ্ঠানে শোকগাঁথা ও মার্সিয়া পেশ করেন জনাব আয়াজ হুসাইন এবং অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব সাহিদুল ইসলাম বাবু।#



