‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৯ এপ্রিল ২০১৭

৪:৪২:৪২ PM
826763

বাগদাদে;

শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী হামলা; ১১ জন হতাহত

আজ নিজস্ব ওয়েব সাইট আমাক-এ বিবৃতি প্রকাশ করে বাগদাদে চালানো ঐ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ। আত্মঘাতী ঐ ব্যক্তির নাম ‘আবু মুহাম্মাদ আল-ইরাকি’ বলে ঐ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতরাতে (শুক্রবার, ২৮ এপ্রিল) ইরাকের রাজধানী বাগদাদের আল-কারাদাহ এলাকায় একটি গাড়ি বোমার বিস্ফোরণে ৪ পুলিশ ও ২ ইরাকি বেসামরিক নাগরিক শহীদ এবং অপর ৫ জন আহত হয়।

ইরাকের নিরাপত্তা সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, ঐ আত্মঘাতী হামলায় ২ ইরাকি নাগরিক শহীদ এবং অপর ৪ জন আহত হয়েছে। অবশ্য অপর কিছু সূত্র জানিয়েছে বিস্ফোরণে পুলিশ বাহিনীর ৪ সদস্য শহীদ এবং অপর ৫ জন আহত হয়েছে।

ঐ এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশের কার্যালয়ের গেইটে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, টাইগ্রিস নদীর পূর্ব তীরের পার্শ্ববর্তী আবু নুওয়াস স্ট্রীটে বিস্ফোরণটি ঘটানো হয়। ফরাসী দূতাবাসও ঐ একই অঞ্চলে অবস্থিত। বাগদাদে অবস্থিত বিদেশী গণমাধ্যমের কার্যালয়গুলোও বিস্ফোরণ স্থলের পার্শ্ববর্তী একটি স্ট্রীটে অবস্থিত।

নিরাপত্তা সুত্রের ভাষ্যমতে, দায়েশের আত্মঘাতী ঐ সন্ত্রাসী বোমাধারী গাড়িটি নিয়ে ট্রাফিক পুলিশের কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়, কিন্তু সে ঐ কার্যালয়ের গেইটেই বিস্ফোরণ ঘটায়।

এদিকে, বিবৃতি প্রকাশ করে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করেছে দায়েশ।

আজ (শনিবার, ২৯ এপ্রিল) নিজস্ব ওয়েব সাইট আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে বাগদাদে এ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ। আত্মঘাতী ঐ ব্যক্তির নাম ‘আবু মুহাম্মাদ আল-ইরাকি’ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, ২০১৬ সালের জুন মাসে আত্মঘাতী এক দায়েশী বোমাধারী একটি ট্রাক নিয়ে ‘আল-কারাদাহ’ অঞ্চলের দু’টি শপিং কমপ্লেক্সের কাছে বিস্ফোরণ ঘটায়। ভয়াবহ ঐ বিস্ফোরণে অন্তত ৩৬০ ইরাকি শহীদ হন।#