আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল (১১ মে) রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর ইউনিয়নের হাবিবপুর গ্রামের গুলশান-এ যাহরা ইমামবাড়িতে ইমাম মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান হামদ, না’ত ও কাসিদা ইত্যাদির মধ্য দিয়ে অব্যাহত থাকে।
এ অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন অত্র এলাকায় অবস্থিত শিয়া মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম মোঃ সাজেদুল ইসলাম।#



