‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Mzamin
বুধবার

৩১ মে ২০১৭

৫:২৭:৪৮ PM
833335

ওমরাহ পালন করলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মুসলিম খেলোয়াড় পল পগবাও এর আগে হজ করেছেন। এবার তিনি ওমরাহ করলেন।

আবনা ডেস্কঃ ইউরোপিয়ান ফুটবল দাপট দেখানো বেশ কয়েকজন মুসলিম ফুটবলার রয়েছেন। তারমধ্যে অন্যতম করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), ফ্রাঙ্ক রিবেরি (বায়ার্ন মিউনিখ) ও পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড)। ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই কমবেশি ধর্মীয় রীতিনীতি পালন করেন। বেনজেমা, ওজিল ও রিবেরিরা এর আগে পবিত্র হজ ও ওমরা পালন করেছেন। বিষয়টি একাধিকবার বিভিন্ন মিডিয়ায় এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মুসলিম খেলোয়াড় পল পগবাও এর আগে হজ করেছেন। এবার তিনি ওমরাহ করলেন। মুসলিমদের ফরজ রোজা রাখার মাস পবিত্র রমজান শুরু হয়ে গেছে। বিশ্বের নানা দেশের মুসলিমরা ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কায় গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মুসলিম খেলোয়াড় পল পগবা এবার রমজানের প্রথম দিন ওমরাহ পালন করলেন। ওমরাহ পালন করা অবস্থার একটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন। ক্বাবা শরীফের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি নিচে লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস’। ফ্রান্সের এ মিডফিল্ডার বর্তমান সময়ের সবচেয়ে দামি ফুটবলার। গত গ্রীষ্মে ২৪ বছর বয়সী এ খেলোয়াড়কে ইতালির ক্লাব জুভেন্টাস থেকে ১১৪ মিলিয়ন ডলারে কেনে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেনস্টার ইউনাইটেড। ক্লাবটির হয়ে ২০১৬-১৭ মৌসুমে দারুণ কাটিয়েছেন তিনি। ম্যানইউ এবার জিতেছে কমিউনিটি শিল্ড, লীগ কাপ ও ইউরোপা লীগের শিরোপা। মৌসুম শেষে আপাতত ম্যানইউর খেলোয়াড়রা ছুটিতে। এই ফাঁকে ওমরাহ পালন করতে মক্কায় গেলেন পল পগবা।