আবনা ডেস্কঃ রোনালদোকেও বাদ দেয়নি দায়েশ। মেসি ও নেইমারের পর তাঁকেও নিজেদের ত্রাস ছড়ানোর হাতিয়ার বানিয়েছে জঙ্গি সংগঠনটি।
মেসি ও নেইমারকে দায়েশের পোস্টারে দেখে ফুটবলবিশ্ব যখন আতঙ্কিত, ঠিক তখনই রোনালদোকে নিয়ে নতুন এক পোস্টার প্রকাশ করল তারা। সেখানে দেখা যাচ্ছে পর্তুগিজ অধিনায়কের চোখের নিচে আঘাতের চিহ্ন, তাঁর পেছনে দাঁড়িয়ে অস্ত্রধারী এক জঙ্গি। সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়। অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি!’
কদিন আগে শুধু মেসিকে নিয়ে একটি পোস্টার প্রকাশ করেছিল দায়েশ। সে ছবিতে দেখা গেছে, হাজতে আটকে থাকা লিওনেল মেসিকে। মেসির চোখ বেয়ে নামছে রক্ত। আর পাশে লেখা, ‘জাস্ট টেররিজম’! এতেও সন্তুষ্ট হয়নি সংগঠনটি। হুমকিটা যেন হেসে কেউ উড়িয়ে না দেয়, সে জন্য আরও লিখে দিয়েছে, ‘তোমরা এমন এক দলের সঙ্গে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন পর্যন্ত নড়েচড়ে বসতে বাধ্য হয়েছিল এমন হুমকিতে।# সূত্র: মার্কা
সূত্র : Prothom-Alo
মঙ্গলবার
৩১ অক্টোবর ২০১৭
১২:৩০:৫০ AM
863603
রোনালদোকেও বাদ দেয়নি দায়েশ। মেসি ও নেইমারের পর তাঁকেও নিজেদের ত্রাস ছড়ানোর হাতিয়ার বানিয়েছে জঙ্গি সংগঠনটি।