আবনা ডেস্কঃ নাইজেরিয়ার একটি ব্যস্ততম বাজারে জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এখনো কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে।
বিউ শহরে এই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী দুজনই নারী ছিলেন। একজন হামলাকারী বাজারে মাঝামাঝি গিয়ে বিস্ফোরণ ঘটান। আরেকজন বিস্ফোরণ ঘটান প্রবেশপথে।
স্থানীয় সম্প্রদায়ের নেতা আলিয়ু ইদ্রিসা জানিয়েছেন, ত্রাণ কর্মীরা বোকো হারামের সঙ্গে ৮ বছর ধরে চলা সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণের সময় বিস্ফোরণগুলো ঘটানো হয়।
বোকো হারাম জঙ্গিগোষ্ঠীটি প্রায়ই জনতার ভিড়ের মধ্যে হামলা চালাতে আত্মঘাতী বোমারুদের ব্যবহার করে। এসব আত্মঘাতীর মধ্যে প্রায়ই নারী ও বালিকারা থাকে।
৪ ডিসেম্বর ২০১৭ - ০০:১৬
News ID: 870826

নাইজেরিয়ার একটি ব্যস্ততম বাজারে জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন।