‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Pars Today
মঙ্গলবার

১৩ আগস্ট ২০১৯

১০:০১:৪৪ AM
968567

আদালতের নির্দেশে ভারত গেলেন নাইজেরিয়ার মুসলিম নেতা জাকজাকি

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি চিকিৎসার জন্য ভারত গেছেন। নাইজেরিয়ার কাদুনার সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতে তাকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। শেইখ জাকজাকির সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

(ABNA24.com) নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি চিকিৎসার জন্য ভারত গেছেন। নাইজেরিয়ার কাদুনার সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতে তাকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।  শেইখ জাকজাকির সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

নাইজেরিয়ায় নিযুক্ত ইসলামী ইরানের রাষ্ট্রদূত মোর্তজা রাহিমি বার্তাসংস্থা ফার্স-কে জানিয়েছেন, শেইখ জাকজাকিকে বহনকারী বিমান নাইজেরিয়া ছেড়েছে।

গত কয়েক বছর ধরে জাকজাকির মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ করে আসছে নাইজেরিযার জনগণ।

২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারান। সেনাবাহিনী আহত জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

এরপর কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এর ফলে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।#



/129