(ABNA24.com) নিজ খরচে হজে গিয়ে সাধারণ মানুষের মতো রাস্তায় শুয়ে আছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট! ইনি হলেন আলেসানে ওয়াতারা, আইভরি কোস্টের প্রেসিডেন্ট।
এবার তিনি হজে গেছেন। তাকে এইভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই।
সৌদি বাদশাহ তাকে অতিথি হিসাবে ট্রিট দিতে চেয়েছিলেন, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। উনি নিজের আয়ে, নিজের খরচে সাধারণ মানুষের মতো হজ করতে চেয়েছেন। আর সেটাই উনি করেছেন।
এই ছবিতে, তিনি তার সঙ্গী এবং তার জনগণ যারা নিজের টাকায় হজ সম্পন্ন করেছেন তাদের সাথে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ রাব্বুল উনার এবং উনার সহযোগীদের হজ কবুল করুন। এমটি নিউজ
/129
২২ আগস্ট ২০১৯ - ০৫:০৮
News ID: 970476

নিজ খরচে হজে গিয়ে সাধারণ মানুষের মতো রাস্তায় শুয়ে আছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট! ইনি হলেন আলেসানে ওয়াতারা, আইভরি কোস্টের প্রেসিডেন্ট।