১১ মে ২০২২ - ১৩:১৪
জান্নাতুল বাকী ধ্বংসের শোকাবহ দিবসে ঢাকায় সমাবেশ ও মিছিল (ছবি)

মদিনায় অবস্থিত জান্নাতুল বাকী উপর ধ্বংসযজ্ঞ চালানোর শোকাবহ দিন ৮ই শাওয়াল। প্রায় ১০০ বছর আগে সৌদি আরবের ক্ষমতাসীন আলে সৌদ পরিবার জান্নাতুল বাকীর উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে গোটা জান্নাতুল বাকীকে নির্দয়ভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। শোকাবহ এ দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মদিনায় অবস্থিত জান্নাতুল বাকী উপর ধ্বংসযজ্ঞ চালানোর শোকাবহ দিন ৮ই শাওয়াল। প্রায় ১০০ বছর আগে সৌদি আরবের ক্ষমতাসীন আলে সৌদ পরিবার জান্নাতুল বাকীর উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে গোটা জান্নাতুল বাকীকে নির্দয়ভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। শোকাবহ এ দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে ঢাকার মীরপুরস্থ আহলে বাইত (আ.)-এর অনুসারীরা।

গত সোমবার (৯ মে ২০২২) মাগরীবের নামাযান্তে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরপুর কারাবালার জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ আফতাব হুসাইন নাকাভি। এছাড়া বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলী আবেদী ও জনাব সৈয়দ আলেম হুসাইন রিজভি (লাড্ডান)।

মীরপুর কারবালায় অনুষ্ঠিত সমাবেশ শেষে সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। এতে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আহলে বাইত (আ.)-এর ভক্তরা অংশগ্রহণ করেন।#176