আহলে বাইত (আ.)
বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের আনসারুল্লাহ ঘোষণা দিয়েছে,
লোহিত সাগর ও এডেন উপসাগরে তাদের সামরিক অভিযান বন্ধ হওয়া
নির্ভর করছে গাজায় জায়নবাদী সরকারের হামলা বন্ধ ও অবরোধ তুলে নেয়ার ওপর।
এনাটোলির প্রতিবেদন অনুসারে, এই ঘোষণাটি এমন সময় এলো যার পূর্বে আমেরিকা আনসারুল্লাহকে তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তি দেয়ার হুমকি দিয়েছিল।
আনসারুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তাদের সামরিক অভিযান নৈতিক, এর উদ্দেশ্য মানবাধিকার ও স্বাধীনতার রক্ষা করা। আর গাজা ও রাফায় হামলা বন্ধ না হলে এবং অবরোধ তুলে না নেয়া হলে তাদের অভিযানও স্থগিত হবে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আনসারুল্লাহর অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেয়া এবং এর সাথে গাজায় চলমান ঘটনার সাথে সম্পর্ক না থাকার দাবির পিছনে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে গাজায় চলমান মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জায়নবাদী সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে মানুষের দৃষ্টি সরিয়ে নেয়া।
আনসারুল্লাহ গুরুত্বারোপ করে বলে, তাদের দাবি ন্যায্য, যৌক্তিক ও সুস্পষ্ট। গাজায় হামলা বন্ধ হলে এবং সেখানকার অধিবাসীদের উপর থেকে অবরোধের অবসান ঘটলেই কেবল সামরিক অভিযান বন্ধ করা হবে।
এই সংগঠনটি জানিয়েছে, এই লড়াই মূলতঃ আমেরিকা এবং তার মিত্রদের প্রচেষ্টা চালানো দ্বিমুখী নীতির অবসান এবং মানবাধিকার ও জাতীয় মর্যাদা সুনিশ্চিত করে এমন ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অব্যাহত থাকবে।#176A