১৬ সেপ্টেম্বর ২০২৪ - ১৮:৪৫
News ID: 1485777
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কারবালা যিয়ারত শেষে ফেরা যায়েরদেরকে স্বাগত জানাতে রওয়ানা হওয়া আফগান শিয়াদের একটি দলের উপর হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইসিস), নিরাপরাধ শিয়াদের লক্ষ্য করে দায়েশের ছোঁড়া গুলিতে অন্তত ১৪ জন শিয়া মুসলিম শহীদ হয়েছেন। ঘটনায় শহীদরা আফগানিস্তানের দায়কান্দি প্রদেশের সাঙ্গ তাখত্ ও বান্দার জেলার বাসিন্দা। দায়কান্দি ও গাওর প্রদেশের মাঝামাঝি স্থানে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।।#