১৫ অক্টোবর ২০২৪ - ০৫:৪৯
মেহেরাবাদ বিমান বন্দরে জে. নীলফুরুশানের মরদেহকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন জে. কা’আনী (ভিডিও)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে জেনারেল নীলফুরুশানের মরদেহকে স্বাগত জানাতে উপস্থিত দের মাঝে কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কা’আনীও উপস্থিত ছিলেন। মেহেরাবাদ বিমানবন্দরে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে জেনারেল কা’আনী তার দীর্ঘ সময় অনুপস্থিতির বিষয়ে সৃষ্ট ধোঁয়াসাকে স্পষ্ট করলেন। উল্লেখ্য, জেনারেল নীলফুরুশান বৈরুতে জায়নবাদী ইসরাইলের বোমা হামলার ঘটনায় শহীদ হন।#