৩ মে ২০২৫ - ২৩:৩৯
Source: Parstoday
দখলদার ইসরাইলকে দু'টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন শহীদ ইয়াহিয়া সিনওয়ার

পার্সটুডে- হামাস নেতা শহীদ ইয়াহিয়া সিনওয়ার ইহুদিবাদী ইসরাইলকে দু'টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য করেছেন একজন ইহুদিবাদী লেখক।

ইহুদিবাদী লেখক ইয়াভ লিমোর শনিবার 'ইসরাইল হায়োম' পত্রিকায় লিখেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলের জন্য ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছেন। ইসরাইল প্রতিষ্ঠার পর এমন বিপর্যয় আর তৈরি হয় নি বলে তিনি মন্তব্য করেন।

পার্সটুডের তথ্য বলছে, ইয়াভ লিমোর আরও লিখেছেন, সিনওয়ার ইহুদিবাদী ইসরাইলকে দু'টি শিক্ষা দিয়েছেন: প্রথমত শত্রুর শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয় এবং দ্বিতীয়ত গাজার যোদ্ধারা সরল ও সাধারণ হলেও তারা উচ্চ প্রশিক্ষিত এবং বুদ্ধিমান।

এর আগে ইসরাইলি সেনাবাহিনীর সাবেক জেনারেল ইসরাইল জিভ এটা স্বীকার করেছেন যে, ইসরাইলের বিষয়ে হামাস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আচরণ করছে।

342/

Your Comment

You are replying to: .
captcha