১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

উৎসব আয়োজক কমিটির প্রধান সচিবের বক্তৃতার কিছু অংশে নিম্নে তুলে ধরা হল:

‘দোখতারানে আফতাব’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ উৎসবের আয়োজনকারী পরিষদের সচিব বলেছেন: বেপর্দা ও অশালীনতার বিষয়টি বর্তমান সমাজের একটি সমস্যা এবং পেশ ইমাম, জুমআর খতিব থেকে শুরু করে সকলেই এ বিষয়ে কথা বলেছেন। আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ‘দোখতারানে আফতাব’ শীর্ষক আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এ উৎসব আয়োজনকারী পরিষদের সচিব মাহদী বায়াতী বলেছেন: পর্দা ও পবিত্রতা বিষয়ক আলোচনার জন্য এ উৎসব একটি চ্যালেঞ্জ স্বরূপ। এ উৎসবে, বিশিষ্ট শিক্ষক মণ্ডলিকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নানাবিধ প্রশ্নের উত্তর দিতে পারেন। বিশেষ করে এ উৎসবের মূল বিষয় ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর। তিনি আরো বলেন: এ উৎসব অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষক নির্বাচনের জন্য নির্ধারিত শর্তাবলীর ভিত্তিতে ১৫০ জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষকের মধ্য হতে ১০ জন শিক্ষককে নির্বাচন করা হয়েছে। তিনি তার বক্তৃতায়, পর্দার ক্ষেত্রে শিথিলতাকে বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে বলেন: দুঃখজনকভাবে দেশের বিভিন্ন সড়কে বিশেষ করে তেহরানে লক্ষণীয়ভাবে পর্দার ক্ষেত্রে শিথিলতা ও পর্দাকে উপেক্ষার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। মনে রাখতে হবে এটাও একটা সাংস্কৃতিক আগ্রাসন। জনাব বায়াতী, এ সকল উৎসবের আয়োজনের মাধ্যমে পর্দা ও পবিত্রতা বিষয়ক পরিষদ গঠনের ক্ষেত্র প্রস্তুত করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।# মাসুমা আলী মুরাদী, নিজস্ব প্রতিবেদক।