আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বার্তা সংস্থা নাসিম হযরত হুজর বিন আদি কিন্দী (রা.) এর অক্ষত দেহের ছবি সম্বলিত সংবাদ নাকচ করে লিখেছে, সামাজিক ওয়েব সাইটসমূহে প্রকাশিত ছবিটি সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের একজনের, যে এদেশের সরকারী সৈন্যদের সাথে সংঘর্ষে নিহত হয়েছিল।
বলাবাহুল্য, সিরিয়ার সরকার বিরোধীদের ওয়েব সাইট ‘আল-গাওতা আল-শারকিয়া’তে ঐ ছবি প্রকাশ করে দাবী করা হয়েছিল যে, ছবিটি মহানবী (স.) এর সম্মানিত সাহাবী হযরত হুজর বিন আদি কিন্দী (রা.) এর ছবি। গত বৃহস্পতিবার -২রা মে- উগ্র সালাফীরা মহান এ সাহাবীর মাজারে হামলা চালিয়ে তার কবর খনন করে এবং তাঁর অক্ষত লাশ চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অবশ্য প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছিল যে, কোন বিশ্বস্ত ও স্বতন্ত্র সূত্র এ সংবাদকে সত্যায়ন করেনি। পাশপাশি এ সংবাদের মিথ্যা হওয়ার আরো একটি বড় প্রমাণ হল : ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী হযরত হুজর বিন আদি কিন্দী (রা.) এর শিরোচ্ছেদ করে তার মাথাকে মুয়াবিয়ার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল, তাই এ দেহের সাথে থাকা মাথা হযরত হুজরের হতে পারে না।