আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘যিকরি’ সফ্টওয়্যারটির ডাউনলোড ফাইল উইন্ডোজ ইউজারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে রয়েছে পবিত্র কুরআনের তেলাওয়াতসহ টেক্সট, নাহজুল বালাগা এবং সাহিফায়ে সাজ্জাদিয়া। আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে সফ্টওয়্যারটি নির্মিত হয়েছে।
আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু ও তুর্কি ভাষায় নির্মিত সফ্টওয়ারটি থাকছে বিভিন্ন প্রসিদ্ধ গ্রন্থ, প্রবন্ধ এবং পবিত্র কুরআন, নাহজুল বালাগা ও সাহিফায়ে সাজ্জাদিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও সেগুলোর উত্তর।


১.৭৮ গিগাবাইটের ফাইলটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন।#