‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৬ অক্টোবর ২০২০

৩:৫৫:৪৮ AM
1078641

শোকাবহ ২৮ সফর উপলক্ষে আবনা পাঠকদের প্রতি সমবেদনা

আজকের এ দিনে আল্লাহর প্রাণপ্রিয় হাবিব বিশ্বনবী হজরত মুহাম্মাদে আরাবি মুস্তাফা (স.) ও তাঁর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসান (আ.) এ দিনে আমাদের মাঝ থেকে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ২৮শে সফর ইসলামি ইতিহাসে একটি শোকাবহ দিন। আল্লাহর প্রাণপ্রিয় হাবিব বিশ্বনবী হজরত মুহাম্মাদ মুস্তাফা (স.) ও তাঁর কলিজার টুকরো দৌহিত্র ইমাম হাসান (আ.) এ দিনে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মহান প্রতিপালকের দীদার লাভ করেছিলেন।

মহানবি (স.) এর ওফাত বা শাহাদাতের বিষয়ে মতান্তর থাকলেও ইমাম হাসান (আ.) কে বিষপ্রয়োগ করে শাহাদাতের বিষয়ে ঐতিহাসিকদের মতৈক্য রয়েছ।

কোন কোন বর্ণনায় এসেছেন আল্লাহর রাসুল (স.) স্বাভাবিক অবস্থায় আল্লাহর দীদারে চলে যান, আবার কোন কোন রেওয়ায়েতে উল্লেখিত হয়েছে যে, বিষপ্রয়োগে তাকে শহীদ করা হয়েছিল।

শোকাবহ এ দিনে আবনা পাঠক ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত শোকার্ত আহলে বাইত (আ.) এর অনুসারী, ভক্ত ও প্রেমিকদের উদ্দেশ্যে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা)-এর পক্ষ থেকে আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।#176

পরিচালক,

বাংলা বিভাগ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা