‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৫ ফেব্রুয়ারী ২০২১

৩:৫৬:২৮ PM
1118735

পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি উঠেছে। এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে খালিস্তানপন্থীরা। তারা মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভারত থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিতে আবেদন জানিয়ে যে সংগঠনটি চিঠি দিয়েছে সেটার নাম হচ্ছে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। ভারতীয় গণমাধ্যমে আজ এ খবর প্রকাশিত হয়েছে। শিখ সংগঠনটির বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার। নিজেদের পরিচিতি, আদর্শ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা।

চিঠিতে এসএফজে’র অভিযোগ বাংলার সংস্কৃতি ধ্বংস করছে নয়াদিল্লি। ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা হওয়ার পথও দেখিয়েছে খালিস্তানিরা। তাদের দাবি, ভারতীয় সংবিধানেই লুকিয়ে রয়েছে এর উত্তর। খালিস্তানিদের যুক্তি, রাজ্যের আইনসভায় একতরফা ভাবে আইন পাশ করে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে বাংলা। এই পদক্ষেপ নিলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাবে। তখন ভারতকে চাপে ফেলে আন্তর্জাতিক আদালতে এই মামলা চালানো যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একই ধরনের চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও পাঠিয়েছে এসএফজে। শুধু তাই নয়, পৃথক রাষ্ট্র হলে তারা দুই জনেই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন বলেও প্রস্তাব দিয়েছে খালিস্তানিরা। পাশাপাশি, ‘ইন্ডিয়ান ইউনিয়ন’ থেকে বেরিয়ে যেতে দুই রাজ্যকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালানোর অভিযোগে সেদেশে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) সংগঠনটিকে এর আগে নিষিদ্ধ করা হয়েছে।#

342/