‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

১৮ এপ্রিল ২০২১

১১:২৩:১২ AM
1132596

‘দিদি’ শুধু তোষণের রাজনীতি করেছেন এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদি (মমতা) শুধু তোষণের রাজনীতি করেছেন এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কোনো উন্নয়ন করেননি, সেজন্য ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানির যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে তা এখানে চালু হতে দেননি।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) আসানসোল ও গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : প্রধানমন্ত্রী বলেন, ‘দিদির তোষণের রাজনীতির জন্য এই বৃহৎ ক্ষেত্র উন্নয়নের মুখ দেখতে পারেনি। তোষণ করে কখনও উন্নয়ন হয় না বরং দিদির মত মানুষরা তোষণের মাধ্যমে বিশ্বাসঘাতক তৈরি করে।’  

তিনি বলেন, ‘এখানে হাসপাতাল, মেডিকেল কলেজের কথা তো অনেক বলেছিলেন, কিন্তু পরিস্থিতি কী তা আপনারাও অনুভব করতে পারছেন। দিদির সরকার পশ্চিমবাংলার প্রত্যেক যুবক যুবতীর আশা-আকাঙ্ক্ষাকে হত্যা করেছেন, কেবলমাত্র ভাতিজার  আকাঙ্ক্ষার জন্য ভাতিজার ভবিষ্যতের জন্য বাংলায় লক্ষ লক্ষ যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। দিদি বাংলার অসংখ্য যুবক-যুবতীর আশা-আকাঙ্ক্ষাকে দমন করেছেন। কিন্তু ভাইপোর আশা আকাঙ্ক্ষা আর ক্যারিয়ার গঠনের জন্য বাংলার লাখ লাখ যুবকের ভবিষ্যতকে জলাঞ্জলি দিয়েছেন।’   

তিনি বলেন, ‘যখন বাংলার কোনো দুর্নীতির বিরুদ্ধে আমি প্রশ্ন করি, যদি বাংলার মানুষের জন্য, সেখানকার মা-বোনেদের জন্য, আইন-কানুনের জন্য কোনো প্রশ্ন তুলি তার কোন উত্তর দেয় না, উল্টে আমাকে গালি দেন, বলেন আমাকে কান ধরে উঠবস করাবেন!’    

‘দিদি শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন। দলিতদের অপমান করছেন।এবার আপনারাই বলুন এসবের পরেও কী আমি চুপ করে থাকতে পারি’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।#      

342/