‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

৩ জুন ২০২১

১০:৫২:২৬ AM
1147068

পশ্চিমবঙ্গে একদিনে করোনাভাইরাসের ৯,৪২৪ টি নয়া সংক্রমণ, মৃত ১৩৭

ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৯ হাজার ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার মধ্যে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এদিকে আজ (বুধবার) ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ  (আইসিএমআর)-এর মহানির্দেশক বলরাম ভার্গব বলেন, ‘বুধবার দেশের কমপক্ষে সাড়ে ৩০০ জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে রয়েছে।  ১৪৫ জেলায় সংক্রমণের হার ৫/১০ শতাংশের মধ্যে। কিন্তু এখনও ২৩৯ টি জেলা রয়েছে, যেখানে সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।’    

এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থনৈতিক সংস্থা নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, ‘আমরা কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শিখর বেশ কিছুদিন আগে পেরিয়ে এসেছি। দেশজুড়ে সংক্রমণ কমছে। কিন্তু মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিনিষেধ মেনে চলতে হবে।’   

পশ্চিমবঙ্গে গতকাল (মঙ্গলবার) ১৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।  এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৮৫ হাজার ৮০১ জন সংক্রমিত এবং মোট ১৫ হাজার ৬৭৮ জন করোনা রোগীর মৃত্যু হলো। রাজ্যে গতকাল (মঙ্গলবার) পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৮  জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ার হার ১১.০৯ শতাংশ।

রাজ্য বর্তমানে ৭৮ হাজার ৬১৩ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। করোনা থেকে পুনরুদ্ধার হয়েছেন ১২ লাখ ৯১ হাজার ৫১০ জন। রাজ্যে সুস্থতার হার ৯৩.২০ শতাংশ। মৃত্যু হার ১.১৩ শতাংশ।       

আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ২৮, রাজধানী কোলকাতায় ১ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৭৫৫, হাওড়া জেলায় ৬৬১, হুগলি জেলায় ৪৪৮, পূর্ব মেদিনীপুর জেলায় ৪৭৪, দার্জিলিঙে ৪৪৬ ও জলপাইগুড়িতে ৪৫১ জন সংক্রমিত হয়েছেন।   

রাজ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণা জেলায়। সেখানে ৩৫ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। এর পাশাপাশি রাজধানী কোলকাতায় ৩২, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।   গতকাল (মঙ্গলবার) উত্তর ২৪ পরগণা জেলায় সর্বাধিক ৩৩ জন প্রাণ হারিয়েছিলেন। রাজধানী কোলকাতায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিলে ২৮ জনের।   

অন্যদিকে গোটা ভারতে আজ বুধবার সকাল পর্যন্ত ১ লাখ ৩২ হাজার  ৭৮৮ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৩ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে পুনরুদ্ধার হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৫ জন। বর্তমানে ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। সাধারণ মানুষের মধ্যে এ পর্যন্ত ২১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।#        

342/