আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ভারতে ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাই ওয়্যারের সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশন শুরুর পর থেকে বিরোধীরা লোকসভা ও রাজ্যসভার উভয়কক্ষে ওই ইস্যুতে হট্টগোল সৃষ্টি করছে, যার ফলে অধিবেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিরোধীদলীয় এমপিরা মূলত পেগাসাস গুপ্তচরবৃত্তি ইস্যু এবং কৃষি আইনের বিরুদ্ধে হৈচৈ সৃষ্টি করছে আলোচনার দাবি করছে।
আরজেডি নেতা মনোজ ঝা এমপি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পেগাসাস গুপ্তচরবৃত্তি মামলায় সংসদে অচলাবস্থার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ করা উচিত। এবং নষ্ট হয়ে যাওয়া সময়ের পরিবর্তে সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সীমা বাড়ানো উচিত।’
এরআগে বিজেপি’র সিনিয়র নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গত (বৃহস্পতিবার) একটি সংবাদ সম্মেলনে প্রধান বিরোধীদল কংগ্রেসসহ সমগ্র বিরোধীদের বিরুদ্ধে সংসদ না চলতে দেওয়ার অভিযোগ করেন। রবিশঙ্কর প্রসাদ বলেন, হট্টগোলের কারণে সংসদের কাজ না হওয়ায় এ পর্যন্ত ১৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, রাজ্যসভায় তৃতীয় সপ্তাহে বিরোধীদলীয় এমপিরা হইচই করার কারণে ২১ ঘন্টা ৩৬ মিনিট সময় নষ্ট হয়েছে। তথ্য অনুযায়ী, বর্ষাকালীন অধিবেশন শুরুর পর থেকে মোট সময় ৭৮ ঘন্টা ৩০ মিনিট সময়ের মধ্যে হট্টগোলের ফলে ৬০ ঘন্টা ২৮ মিনিট নষ্ট হয়েছে।
কর্মকর্তারা বলেন, গত তিন সপ্তাহের মধ্যে, হাউসে মোট ১৭ ঘন্টা ৪৪ মিনিট কাজ করা হয়েছে। যারমধ্যে ৪ ঘন্টা ৪৯ মিনিট সরকারি বিলকে কেন্দ্র করে ব্যয় করা হয়েছে, ৩ ঘণ্টা ১৯ মিনিট প্রশ্নকালে এবং ৪ ঘন্টা ৩৭ মিনিটের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ১৯ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। #
342/