‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

১২ সেপ্টেম্বর ২০২১

৯:৩৮:০১ AM
1179212

আফগানিস্তানের গোপন দলিল হাতিয়ে নিল পাকিস্তান

তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির সাবেক সরকারের উচ্চমাত্রার গোপন তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। সিএনএন নিউজ ১৮- এর বরাত দিয়ে লাইভ হিন্দুস্তান এ তথ্য জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর তিনটি সি-১৩০ বিমান মানবিক ত্রাণ দেয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে।

এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

সিএনএন নিউজ ১৮ আরো জানিয়েছে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগান গোয়েন্দা সংস্থা বা এনএসডি’র এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্কসহ অন্যান্য ডিজিটাল ডাটা।#

342/