‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৪ মার্চ ২০২২

৮:৩৮:৫১ AM
1241810

আয়াতুল্লাহ রেই শাহরি’র ইন্তেকালে মাজমা’র মহসচিবের শোকবার্তা

আয়াতুল্লাহ’র রেই শাহরি’র ইন্তেকালে প্রদত্ত এক শোকবার্তায় মাজমা’র মহাসচিব সমবেদনা জ্ঞাপন পূর্বক বলেছেন: মরহুম রেই শাহরি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তা এমন কিছু স্থায়ী সৎকর্ম যেগুলো তাকে মহানবি (স.) থেকে বর্ণিত এক রেওয়াতের ভিত্তিতে ঐ লোকদের দলভূক্ত করবে যারা আহলে বাইত (আ.)-এর শিক্ষা প্রসার ও রক্ষায় চেষ্টা চালিয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসে’র সদস্য, সংগ্রামী আলেমে দ্বীন আয়াতুল্লাহ্ মুহাম্মাদ মুহাম্মাদি রেই শাহরি’র ইন্তেকালে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ বিষয়ে প্রদত্ত এক শোকবার্তা তিনি বলেন: মরহুম রেই শাহরি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তা এমন কিছু স্থায়ী সৎকর্ম (বাকিয়াতুস সালিহাত) যেগুলো তাকে মহানবি (স.) থেকে বর্ণিত একটি রেওয়াতের ভিত্তিতে ঐ লোকদের দলভূক্ত করবে যারা আহলে বাইত (আ.)-এর শিক্ষা প্রসার ও রক্ষায় চেষ্টা চালিয়েছেন।

মূল বার্তা:

بسم الله الرحمن الرحیم

عن الرسول الأعظم (صلی الله علیه وآله وسلم):مَن حَفِظَ على اُمّتي أرْبَعينَ حَديثا يَنْتَفعونَ بِها في أمْرِ دينِهِم، بَعثَهُ اللّه ُ يَومَ القِيامَةِ فَقيها عالِما.

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত: আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ (বা সংরক্ষণ) করবে (এবং) তাদের দ্বীনি বিষয়াদিতে সেগুলো থেকে উপকৃত হবে; মহান আল্লাহ্ কেয়ামতের দিন তাকে ফকীহ ও আলেম হিসেবে উত্তোলন করবেন।

সংগ্রামী আলেম, হাফেজ-এ কুরআন ও হাদিস শরিফ সংকলক জনাব আয়াতুল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদি রেই শাহরি’র ইন্তেকালে আমরা শোকাহত।

ইরানের জনগণের ইসলামি বিপ্লবে শুরু থেকে তিনি ভূমিকা রেখেছিলেন। (শাহ বিরোধী) সংগ্রামের কারণে তাকে কারা এবং নির্বাসন বরণ করতে হয়েছে। ইসলামি বিপ্লবের বিজয়ের পরও ইমাম খোমেনি (রহ.) এবং মহামান্য রাহবারের পথে বিশ্বস্ত থাকতে গিয়েও তাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং সেগুলো থেকে তিনি মাথা উঁচু করে বেরিয়ে এসেছেন।

ইরানের বিচার বিভাগের বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং রাজনৈতিক বিভিন্ন পদেও দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য মন্ত্রী হিসেবে ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসে’র সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তিনি (পবিত্র কোম শহরের অদূরে অবস্থিত) দারুল হাদিসের প্রতিষ্ঠাতা। একই সময় হজরত আব্দুল আযিম হাসানি (আ.)-এর মাজারের মুতাওয়াল্লিও ছিলেন তিনি। এছাড়া মহামান্য রাহবারের প্রতিনিধি এবং ইরানি হাজীদের তত্ত্বাবধায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

দারুল হাদিসে মিজানুল হিকমাহ’র সংকলন, আমিরুল মু’মিনীন (আ.) বিশ্বকোষ, ইমাম হুসাইন (আ.) বিশ্বকোষ এবং ইমাম মাহদি (আ.) বিশ্বকোষ সংকলনের মত বড় বড় পদক্ষেপ গৃহীত হয়েছে তারই তত্ত্বাবধানে। উলুমুল কুরআন ও উলুমুল হাদিস শাস্ত্রে শত শত ছাত্র তিনি তরবিয়্যত করেছেন।

মরহুম রেই শাহরি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তা এমন কিছু স্থায়ী সৎকর্ম (বাকিয়াতুস সালিহাত) যেগুলো তাকে মহানবি (স.) থেকে বর্ণিত একটি রেওয়াতের ভিত্তিতে ঐ লোকদের দলভূক্ত করবে যারা আহলে বাইত (আ.)-এর শিক্ষা প্রসার ও রক্ষায় চেষ্টা চালিয়েছেন।

(ফার্সি সনের) ৬০’র দশকে ইসলামি বিপ্লব এবং দেশ যে সকল সমস্যার মুখোমুখি ছিল সে বিষয়গুলোতে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে স্পষ্ট ধারণা উপস্থাপন প্রখ্যাত এ আলেমে’র অন্যতম অবদান। তিনি শারীরীকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও জীবনের শেষ সময় পর্যন্ত এ সংগ্রাম তিনি চালিয়ে গেছেন।

একনিষ্ঠ ও অনুপম এ ব্যক্তিত্বের ইন্তেকালে হজরত ইমামে যামান (আ. ফা.)-এর খেদমতে এবং ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, হাউযা ইলমিয়া, তার সহযোদ্ধা, সহকর্মী, ছাত্রবৃন্দ ও পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদান জ্ঞাপন করছি। মহান প্রতিপালকের দরবার তার জন্য রাহমাত ও সন্তুষ্টি এবং তার পরিবার-পরিজনের জন্য ধৈর্য্য কামনা করছি।

‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী’

রেজা রমজানি

ফারভারদিন-১৪০১