‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২০ অক্টোবর ২০২২

৭:৩২:০০ PM
1315662

ফিলিস্তিন ভূখণ্ডে নতুন ইন্তিফাদা আন্দোলন নিয়ে ইসরাইলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ছে!

কিছুদিন ধরে ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের ভূমিতে নতুন পরিস্থিতি বিরাজ করছে।

নাবলুসের ১০ দিনের অবরোধ এবং পশ্চিম তীরের অন্যান্য অঞ্চলে বিশেষ করে জেরুজালেমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের কথা উল্লেখ করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবুরদিনেহ এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসাবে আখ্যা দিয়েছেন। এর আগে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো এটিকে একটি নতুন ধরণের ইন্তিফাদা বলেছিল এবং কয়েক মাস আগে থেকে ইহুদিবাদী সূত্রগুলো যখন বলে আসছিল যে পশ্চিম তীরে একটি নতুন ইন্তিফাদা তৈরি হচ্ছে তার আলোকে তেল আবিব শাসক গোষ্ঠী তা দমনের জন্য ওয়েব ব্রেকার নামে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে। কিন্তু ইসরাইলের এই অভিযানের বাস্তবায়ন পেট্রলে আগুন ঢালার মত পরিস্থিতি সৃষ্টি করেছে। বরং ফিলিস্তিনিদের প্রতিরোধকামী আন্দোলন এতে আরো তীব্র আকার ধারণ করেছে।  

এখানে উল্লেখ করার প্রয়োজন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে গত কয়েক দশ ধরে ফিলিস্তিনিরা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী ইসলাইলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে আসছে। কিন্তু ইহুদিবাদী  শাসক গোষ্ঠী জাতিসংঘের প্রস্তাব তো আমলে নিচ্ছেই না বরং ফিলিস্তিনিদের ভূমি দখলে নিয়ে সেখানে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি তেল আবিব সরকার ইউক্রেনের মতো যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল থেকে আগত নতুন ইহুদিবাদী অভিবাসীদের থাকার জন্য এই ভূখণ্ডে তার সম্প্রসারণবাদী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে কিংবা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা যাতে অন্যত্র অভিবাসনে বাধ্য হয় তারজন্য কঠোর দমননীতি  চাপিয়ে দিয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনিরা তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপের তীব্রতা ও পরিধি এমনভাবে বাড়াচ্ছে যে পশ্চিম তীরে নতুন প্রতিরোধ আন্দোলন গড়ে উঠছে এবং তা দিনদিন বিস্তৃত হচ্ছে। যদিও এসব আন্দোলন কোনো প্রতিরোধকামী শক্তির সঙ্গে যুক্ত নয় তবে  হামাস বা ইসলামি জিহাদ আন্দোলনের মতো অন্যান্য সংগঠন পশ্চিমতীরে ফিলিস্তিনিদের আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে এবং সংহতি জানিয়েছে। বিশেহ শিরান নামে পরিচিত প্রতিরোধকামী সংগঠনের সদস্য ওদি আল-তামিমি ১০ দিন আগে নাবলুসে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অভিযানে শহীদ হওয়ার পর এবং অবশেষে ১০ দিন পর ইহুদিবাদী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আরেক ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসলামিক আন্দোলনসহ জাতীয় দলগুলোর আহ্ববানে  আজ বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে পশ্চিমতীরে সর্বাত্বক ধর্মঘট পালনের ডাক থেকে এটা স্পষ্ট যে সম্প্রতি আলজেরিয়ায় সমস্ত ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সবার মধ্যে ঐক্যের বিষয়ে একটা সমঝোতা হয়েছে এবং পশ্চিত তীরে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে। #

342/