২৫ অক্টোবর ২০২২ - ১৯:৫৩
সকল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ইরান: জিহাদ নেতা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইসলামি জিহাদ আন্দোলনসহ সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ইরান।

জিয়াদ আন-নাখালা কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, জিহাদ আন্দোলন ও ফিলিস্তিনি জনগণের ঘনিষ্ঠ মিত্র ইরান। ইরানের রাজনৈতিক অবস্থান আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে এবং সংগ্রামী ফিলিস্তিনিদের পক্ষে।”

জিহাদ আন্দোলনের নেতা আরো বলেন, “যখন আরব শাসকরা ফিলিস্তিনিদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে একের পর এক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে তখন ইরান জিহাদ আন্দোলনসহ সকল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, আরব শাসকরা আমেরিকার অনুগত হয়ে থাকার পথ বেছে নিয়েছে যে আমেরিকার অস্ত্র দিয়ে ইসরাইলিরা ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। নাখালা বলেন, বিগত বছরগুলোতে পশ্চিম তীরের বিশাল ভূখণ্ড নতুন করে জবরদখল করে আট লাখেরও বেশি নতুন বসতি স্থাপন করেছে ইসরাইল। এসব বসতিতে বহিরাগত ইহুদিবাদীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তিনি বলেন, কোনো ধরনের আলোচনা বা আপোষের মাধ্যমে ইসরাইলকে এসব অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। কাজেই তেল আবিবের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।#

342/