‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৯ অক্টোবর ২০২২

৩:২১:৫৬ PM
1318417

হামাস নেতাদের বহিষ্কার করতে এরদোগানের ওপর ইসরাইলের চাপ সৃষ্টি

তুরস্ক থেকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদেরকে বহিষ্কার করার জন্য প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে দাবি জানিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (শুক্রবার) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ এ দাবি করেন।

পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসন নিয়ে তুরস্ক যে নিন্দা জানায় তাও বন্ধের দাবি তোলেন তিনি। ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী গান্তজ বলেন, সালেহ আল-আরুরির মতো হামাস কর্মকর্তারা তুরস্কে আশ্রয় পাবেন ইসরাইল তা মেনে নিতে পারবে না। পশ্চিম তীরে ইসরাইলের অভিযানকে ‘নিরাপত্তা কার্যক্রম’ বলে বর্ণনা করেন গান্তজ। পাশাপাশি তিনি দাবি করেন, পশ্চিম তীরে যেসব সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল তার নিন্দা জানানো বন্ধ করতে হবে তুরস্ককে।

এবারের সফরে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার আগ্রহ দেখান ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। তবে দীর্ঘ দিন দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ থাকায় এই প্রক্রিয়া শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সূত্র। এখনও অনেক ইস্যুতে দুই দেশের মধ্যে পার্থক্য রয়েছে।

এদিকে, ইসরাইলের হারেৎজ পত্রিকা জানিয়েছে, তুরস্ক এরইমধ্যে দেশটিতে থাকা হামাস নেতাদের নির্দেশ দিয়েছে যাতে তারা ইসরাইলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম কমিয়ে দেন। প্রায় দশ বছর পর তুরস্ক আবার ইসরাইলের সাথে সামরিক চুক্তি কার্যকর করতে যাচ্ছে। এর অংশ হিসেবে বেনি গান্তজ তুরস্ক সফরে গেছেন।

342/