‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৮ নভেম্বর ২০২২

৫:২৪:৫৭ PM
1321362

বাইডেনের হস্তক্ষেপকামী বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন মারান্দি

ভিয়েনা আলোচনায় ইরানি দলের উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে 'বৃথা চেষ্টা' বলে মন্তব্য করেছেন। ইরানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জো-বাইডেনের হস্তক্ষেপকামী বক্তব্যের প্রতিক্রিয়ায় জনাব মুহাম্মাদ মারান্দি ওই মন্তব্য করেন।

এক টুইটার বার্তায় তিনি লিখেছেন: সম্প্রতি ক্ষয়িষ্ণু ও মুমূর্ষু সাম্রাজ্যবাদ ইরানে অস্থিতিশীলতা সৃষ্টির নিরর্থক চেষ্টা চালিয়েছে। আমেরিকাকে টার্গেট করে তিনি বলেন: ওই সাম্রাজ্যবাদ বহির্বিশ্বে যুদ্ধ-সংঘাতে নিমজ্জিত আর দেশের ভেতরে বিভাজনের মুখে রয়েছে।  

বাইডেন সম্প্রতি  ক্যালিফোর্নিয়ায় এক সমাবেশে দাবি করেছেন: চিন্তা করবেন না, আমরা ইরানকে মুক্ত করব। তারা শীঘ্র নিজেরাই নিজেদের মুক্ত করবে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি শুক্রবার ৪ নভেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবসের ভাষণে বাইডেনের ওই বক্তব্যের জবাবে বলেছেন: ৪৩ বছর আগে আমরা মুক্ত হয়েছি। তিনি বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসতর্কভাবে এমন শব্দ উচ্চারণ করেছেন। কারণ এর আগে আনুষ্ঠানিক কোনো ভাষণে তিনি এরকম কোনো দাবি করেন নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানও এক টুইট বার্তায় বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইরানের বিভিন্ন শহরে নৈরাজ্য সৃষ্টিকারীদের মার্কিন মদদসহ পরমাণু সমঝোতা সম্পর্কে বলেছেন: অহংকারী আচরণ এবং সন্ত্রাসী গোষ্ঠি দায়েশকে সমর্থন দেওয়া বন্ধ করুন।

ইরানে সংঘটিত সাম্প্রতিক গোলোযোগে ইন্ধন দিয়েছিল আমেরিকা। তারা হস্তক্ষেপকামী বিবৃতি দিয়ে ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে। আমেরিকার ওই হস্তক্ষেপকামী পদক্ষেপের জবাবে ইরানও আমেরিকাও বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।#

342/