৮ নভেম্বর ২০২২ - ১৭:২৬
সৌদি আরবে বিমান বাহিনীর জঙ্গিবিমান বিধ্বস্ত

সৌদি আরবের বিমান বাহিনীর একটি এফ-১৫এস জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, রোববার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ওই যুদ্ধবিমান কিং আবদুল আজিজ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সৌদির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, দুর্ঘটনার সময় বিমানটিতে দুই জন পাইলট ছিলেন। বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে জরুরি প্রস্থান ব্যবস্থা (ইজেক্টর সিট) ব্যবহার করে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

দুর্ঘটনার পেছনের কারণ উদঘাটন ও বিস্তারিত জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

 মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি আরও বলেন, যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং এর বাইরেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।#

342/