‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৫ ডিসেম্বর ২০২২

৩:৫৬:১৯ PM
1328850

শত্রুরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চরম পর্যায়ে নিয়ে গেছে: অ্যারোস্পেস ফোর্স

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অ্যারোস্পেস ফোর্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কমান্ডার আব্বাস আজিমি বলেছেন, বর্তমানে শত্রুরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চরম পর্যায়ে নিয়ে গেছে। এ ক্ষেত্রে বিপুল অংকের অর্থ ব্যয় করছে বিভিন্ন গণমাধ্যম।

তিনি আজ (সোমবার) পূর্ব আজারবাইজান প্রদেশে সশস্ত্র বাহিনীর এক বৈঠকে এসব কথা বলেন।

ইরানে সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেছেন- নানা গোষ্ঠী, সম্প্রদায়, ধর্ম ও মাজহাবের দেশ হচ্ছে ইসলামি ইরান। গত ৪৩ বছরের মতো এখনও ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে শত্রুদের নানা ষড়যন্ত্রের মোকাবেলায় প্রতিরোধ ও দৃঢ়তা প্রদর্শন করেছে। এর ফলে ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।

আব্বাস আজিমি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী জল, স্থল ও আকাশে নিরাপত্তা নিশ্চিত করাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে এবং দায়িত্ব পালনে কখনো পিছপা হবে না। 

কমান্ডার আজিমি বলেন, তার বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে নিয়মিত পর্যবেক্ষণ তৎপরতা চালাচ্ছে এবং দেশের জনগণ সেখানকার নিরাপত্তার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।#

342/