‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১২ ডিসেম্বর ২০২২

৪:০৯:৫৪ PM
1330363

ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাব: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনাকে তিনি সম্ভাবনাময় হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে তিনি এ কথা বলেছেন।

২০১৬ সালের ৩ জানুয়ারিতে তেহরানে দূতাবাস ও মাশহাদে কনস্যুলেটে কিছু ব্যক্তির হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

ইরাকের রাজধানী বাগদাদে এ পর্যন্ত পাঁচ বার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পঞ্চম দফা বৈঠকে দুই দেশের দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং সেই বৈঠকের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে।

ফয়সাল বিন ফারহান আরও বলেছেন, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে সহযোগিতার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

চীনের প্রেসিডেন্টের সৌদি আরব সফরের বিষয়ে আমেরিকার উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী এবং আমাদের উন্নয়নের জন্য চীনের সঙ্গে সম্পর্ক বিস্তার জরুরি।#

342/