‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২০ ডিসেম্বর ২০২২

৭:৫৩:০০ PM
1332483

জনগণকে বিভ্রান্ত করছে আওয়ামীলীগ: অভিযোগ মোশাররফের; ২৭ দফা বিএনপির স্ট্যান্টবাজি: কাদের

বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির রাষ্ট্র মেরামতের উদ্যোগের সমালোচনা করে ওবায়দুল কাদের ইতিহাসের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। কারণ গত ১৪ বছরে আওয়ামীলীগ দেশের যে ক্ষতি করেছে তা দেশের সাধারণ মানুষ ভালভাবেই অবগত। এই ইতিহাসকে ভুল প্রমানের কোন সুযোগ নেই।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি অফিসে দলটির মহাসচিবসহ কারাববন্দি নেতাদের মুক্তির দাবীতে মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণকে আর মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্ত করার সুযোগ নাই, তাই সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়ার আহবান জানান এ বিএনপি নেতা।  

এদিকে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপিঘোষিত ২৭ দফা রূপরেখাকে দলটির স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আ.লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভোট চুরি এবং নির্বাচন জালিয়াতি করেছে। প্রহসন মার্কা নির্বাচন করেছে তারা। কোথাও কোথাও ১০৩ শতাংশ ইয়েস ভোট পড়েছে। এসব ইতিহাস নতুন কিছু না।

বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের হাতে রক্তের দাগ।  এরা খুনিদের পুরস্কৃত করেছে। সুতারং এদের মাধ্যমে রাষ্ট্র মেরামত কোন ভাবেই সম্ভব না। #

342/