‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৯ জানুয়ারী ২০২৩

৩:৪৪:৫১ PM
1337198

কোনো দেশ কিংবা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই: কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: বাকস্বাধীনতার অজুহাতে কোনো দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই।

ফরাসি ম্যাগাজিন চার্লি হেবদো সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার অবমাননাকর কিছু কার্টুন ছাপে। ওই ন্যাক্কারজনক পদক্ষেপের প্রতিবাদে নাসের কানয়ানি ছাপি আজ এ মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরনা জানায় জনাব কানয়ানি আজ তাঁর টুইটার পেইজে ফরাসি কর্মকর্তাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন: ঔপনিবেশিকতা, মানবাধিকার লঙ্ঘন এবং দেশ-বিদেশে মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কালো ইতিহাস ফ্রান্সের রয়েছে। সুতরাং বাক-স্বাধীনতার নামে অন্য কোনো দেশ ও জাতির পবিত্র স্থানের নির্লজ্জ অবমাননাকে ন্যায্যতা দেওয়া কিংবা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার ফরাসিদের নেই।

কানয়ানি বলেন: ফরাসি সরকারের উচিত আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা। কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মানের ভিত্তিতে অন্যদের জাতীয় ও ধর্মীয় মূল্যবোধগুলোকে শ্রদ্ধা করা।

ফরাসি ম্যাগাজিন চার্লি হেবদো এর আগেও ইসলামের নবী (সা.)-এর অবমাননাকর কার্টুন ছেপে বিশ্ববাসীর নিন্দা কুড়িয়েছিল।#

342/