‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১১ জানুয়ারী ২০২৩

৫:১৮:১৫ PM
1337808

ব্রিটেনের প্রথম সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ

মহাকাশে সামরিক স্যাটেলাইট পাঠানোর ব্রিটিশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেন সর্বপ্রথম এ ধরনের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছিল।

ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসনের মালিকানাধীন ভার্জিন অরবিট ২১ মিটার দীর্ঘ লাঞ্চার ওয়ান রকেটে করে মহাকাশে নয়টি স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল। কিন্তু কাঙ্খিত কক্ষপথে তা পৌঁছাতে ব্যর্থ হয়। সোমবার বৃটেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কর্নওয়ালের নিউকোয়ে মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। একটি ৭৪৭ বোয়িং বিমানকে ঢেলে সাজিয়ে রকেটের রূপান্তর করা হয়েছিল।

ভার্জিন কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জানিয়েছেন যে, রকেট উৎক্ষেপণের সময় এর দ্বিতীয় ধাপের ইঞ্জিনে কিছু ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে যা ব্যাখ্যা করা কঠিন। এর ফলে সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হয়।

ভার্জিন অরবিটের কর্মকর্তারা আরো জানান, বোয়িং ৭৪৭ রকেটটি কর্নওয়ালের মহাকাশকেন্দ্র থেকে ঠিকমতোই উৎক্ষেপ করা হয় এবং আটলান্টিক মহাসাগরের আকাশে ৩৫ হাজার ফুট উচ্চতায় ওঠার পর মহাকাশের কক্ষপথে প্রবেশের সময় রকেটটি তার নয়টি স্যাটেলাইট আলাদা করতে ব্যর্থ হয়। ভার্জিন অরবিট বলেছে, "এসময় আমরা এমন কিছু সমস্যার মুখে পড়ি যা ব্যাখ্যা করা যাবে না।"#

342/