‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৩ জানুয়ারী ২০২৩

৩:৪৬:৩৭ PM
1338128

সোলেদার শহর ধরে রাখতে ভয়াবহ লড়াই চলছে তবে পরিস্থিতি কঠিন

ইউক্রেন দাবি করেছে, দোনেস্ক অঞ্চলের সোলেদার শহর ধরে রাখার জন্য রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা প্রচণ্ড লড়াই করছে তবে সেখানকার পরিস্থিতি খুবই কঠিন। গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী গানা মালাইয়ার এই দাবি করেন।

তিনি বলেন, রাশিয়ার সেনাদের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিরোধের কারণে সোলেদার শহরের অবস্থা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে আজ ভয়াবহতম লড়াই চলছে। এর আগে রাশিয়ার পক্ষ থেকে ওয়াগনার সেনা গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোযিন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেন যে, সোলেদার শহর সম্পূর্ণভাবে তার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে বহু সংখ্যক ইউক্রেনের সেনা নিহত হয়েছে।

দোনেস্কের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য রুশ সেনারা মরিয়া হয়ে উঠেছে এবং সোলেদার শহর দখলের বিষয়টিকে তারা প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে। এ প্রসঙ্গে মালাইয়ার বলেন, প্রচণ্ড কঠিন অবস্থা সত্ত্বেও ইউক্রেনের সেনারা শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য জীবনবাজি রেখে লড়াই করছে।

সোলেদার শহরে ১০ হাজার মানুষের বসবাস। এ শহরটি নিয়ন্ত্রণের নিতে পারলে রাশিয়ার সেনারা বাখমুট শহরের দিকে এগিয়ে যাবে এবং এসব শহর দখল করতে পারলে রাশিয়া সেনাদের জন্য ইউক্রেন যুদ্ধ অনেক বেশি সহজ হয়ে যাবে।

গত সেপ্টেম্বরে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিজিয়া অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে যুক্ত হয়। এসব অঞ্চলে রাশিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না তবে সেগুলো ধীরে ধীরে রাশিয়া নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে।

গতকাল ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সোলেদার শহর এবং আরো অনেক জায়গায় রাশিয়ার সেনারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব জায়গায় বহু কাজ হয়েছে এবং আরো অনেক কাজ সামনে বাকি।#

342/