বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, পশ্চিম তীরের 'কাবাতিয়া' উপশহরে ইসরাইলি সেনাবাহিনীর একটি ড্রোনে গুলি করা হয়েছে।
ইসরাইলের সেনাবাহিনী গত বুধবার জানিয়েছে, নাবলুস শহরে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইসরাইলি রেডিও এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পশ্চিম তীরের নাবলুসে ভূপাতিত ড্রোনটির নাম 'স্কাই রাইডার'। ভূপাতিত হওয়ার সময় ড্রোনটি সামরিক অভিযানে ছিল।
গত ২৩ ডিসেম্বর ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্রও জানিয়েছেন, গাজা উপত্যকায় তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। তারা মাঝে মধ্যেই ইসরাইলি ড্রোনে আঘাত হেনে তা ভূপাতিত করে থাকে। #
342/