‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২১ জানুয়ারী ২০২৩

৬:৩৩:৩৩ PM
1340039

আইআরজিসি না থাকলে ইউরোপের রাস্তায় এখনও লাশ পড়ত: ইরান

আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি না থাকলে ইউরোপের রাস্তা-ঘাটে এখনও লাশ পড়ে থাকত।

আইআরজিসি'র বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টের অন্যায় পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি আজ (শনিবার) এ কথা বলেন।

মুসাভি এক টুইটার বার্তায় বলেন, ইউরোপের রাস্তাঘাট থেকে বর্তমান ২০২৩ সালের জানুয়ারি মাসেও লাশের সারি পরিষ্কার করতে হতো যদি ইরানের আইআরজিসি না থাকত।

গত ১৮ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসি-কে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকাভুক্ত করতে একটি বিল পাস করেছে। অবশ্য এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপীয় কমিশন।

আইআরজিসি-কে আন্তর্জাতিক সন্ত্রাস দমনে সবচেয়ে সফল সংগঠন হিসেবে গণ্য করা হয়। সিরিয়া ও ইরাকে এই বাহিনীর উপদেষ্টারা আইএস বা দায়েশ দমনে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে।#   

342/